parbattanews

টেকনাফে ট্রলার ডুবিতে মহিলা সহ নিহত ২ : নিখোঁজ ৭ : ২১ জনকে জীবিত উদ্ধার

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া ঘাট দিয়ে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় ২ মহিলার মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৭ জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। কোস্টগার্ডের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকার দায়ে ২ দালালকে আটক করেছে।

সুত্র জানা, ওই ট্রলারে ৩০ জন যাত্রী ছিল। এর মধ্যে ২ জন শিশু এবং ২ জন নারী রয়েছে।
যাত্রীদের নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দেয়ার সময় ওই এলাকার নুর মোহাম্মদ এর পুত্র মার্কিন মিয়ার মালিকানাধিন ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারের মাঝি কাটাবনিয়া এলাকায় বসবাসকারি রোহিঙ্গা আবদুর রহমানও নিখোঁজ রয়েছে।

বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ানে অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানিয়েছেন, বিজিবি ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে জেনে ওই এলাকায় যায়। স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় দু জনের লাশ উদ্ধার করে বলে বিজিবি সুত্র নিশ্চিত করেছে।

টেকনাফের কোস্টগার্ড কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, খবর পেয়ে অভিযান চালিয়ে ২ জন দালালকে আটক করেছে। দালালরা ট্রলার ডুবির ঘটনা স্বীকার করেছে।

Exit mobile version