টেকনাফে ড্রোনের সহায়তায় গুহা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

fec-image

টেকনাফের গহীন পাহাড়ের গুহায় ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই অভিযানে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ জুন) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের সাহায্যে এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, ১৬ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম তারিক এর নেতৃত্বে একদল প্রশিক্ষিত কমান্ডো টিমসহ ৮০ জন অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি আভিযানিক বিকাল সাড়ে তিনটায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের সাহায্যে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পাহাড়ি এলাকায় গুহার মধ্যে অজ্ঞাতনামা ডাকাতদল কর্তৃক লুকিয়ে রাখা ৪ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উক্ত অভিযান বিকাল ৬টায় সমাপ্ত হয়। অজ্ঞাত ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগ্নেয়াস্ত্র, গুহা, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন