parbattanews

টেকনাফে তিন বসতবাড়িতে ডাকাতি : ডাকাত সন্দেহে আটক ২

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান:
টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়ায় গভীর রাতে তিনটি বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় স্থানীয় জনতা ডাকাত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করেছে।

শুক্রবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়ার বটতলী এলাকার আলী হোসেন, আবুল হাসেমে ও মাস্টার আবুল কাসেমের বাড়ীতে অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মুখোশপরা ১০-১২ জনের ডাকাতদল হানা দেয়। বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে রক্ষিত স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন দামী জিনিসপত্র পাসপোর্ট এবং জমির দলিলাদী সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এঘটনায় সকালে স্থানীয় জনতা একত্রিত হয়ে সন্দেহভাজন একই এলাকার মোঃ মোস্তাকের ছেলে মোঃ আলম (২২) ও আবুল কালামের ছেলে কফিল উদ্দিন (২২) আটক করে এবং তাদের বাড়ীতে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরী বন্দুকের নল, দা ও কিরিচ উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওই এলাকার জালাল আহমদ।

আটক দুই ব্যক্তিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমান জানান, স্থানীয় জনতা দুইজনকে আটক করে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version