টেকনাফে দালালসহ ১৭ মালয়েশীয়াগামী আটক

teknaf pic malisiya

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ থেকে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাড়িকালে নাফনদীর জইল্যার দ্বীপে এক দালালসহ ১৭ মালয়েশীয়াগামী যাত্রীকে আটক করেছে বিজিবি। ধৃতরা সিরাজগঞ্জ, যশোর, কিশোরগঞ্জ ও বান্দরবন জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে।।

৪২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির কমান্ডার সিরাজুল ইসলাম জানান, ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৭ টায় নিজস্ব গোয়েন্দার সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার ফুলমিয়ার নেতৃত্বে দমদমিয়া সংলগ্ন নাফনদীর জইল্যারদ্বীপ থেকে মালয়েশীয়াগামী যাত্রীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন দালাল রয়েছে। সে টেকনাফের লেদার লামার পাড়া এলাকার রশিদ আহমদের ছেলে জয়নাল (২২)।

আটককৃত মালয়েশীয়াগামী যাত্রীরা হচ্ছে সিরাজগঞ্জ জেলার মামুদপুরের দোসর মোল্লার ছেলে মোঃ গোলজার হোসেন (৫২), ঝোঁকনালার আবু সাইদের ছেলে সাদ্দাম (২২), বেলকুচি থানার বউড়ার বাদশা মন্ডলের ছেলে মোঃ রুহুল আমিন (২৫), রায়হান বেপারীর ছেলে ইসমাইল (২০), চন্দনগাঁও এলাকার আবদুল কাদেরের ছেলে মোঃ হাসান (২৪), যশোরের সারশার বৃত্তিবাড়ীপুতা এলাকার সিরাজুল ইসলামের ছেলে রানা (১৭), দাউদ আলীর ছেলে মহিউদ্দিন (২৮), কন্দমপুর মানিককালার ইমামুল হোসেনের ছেলে উজ্জল হোসেন (১৯), খালীয়ার সাহেব আলীর ছেলে মোঃ আলমগীর (৩০), বেতালপাড়ার আলী আহমদের ছেলে সিকান্দর (২৯), বাড়িয়ারঘোপের মিজানুর রহমানের ছেলে বখর আলী (২২), কিশোরগঞ্জ জেলার কৈরালার আরজু মিয়ার ছেলে ইমন (১৬), আশরফ আলীর ছেলে রহম আলী (২৭), জয়নাল মিয়ার ছেলে আজিজুর রহমান (১৮), বান্দরবন জেলার আলী কদম এলাকার আলী আহমদের ছেলে মোঃ হোছন (৩২) ও কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ইউসুফ আলীর ছেলে রমজান আলী (২৩)।
ধৃত গোলজার হাসেন জানান, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মামুদপুরের মকদুম মোল্লার ছেলে মোঃ রঞ্জু মোল্লা (৩০)এর মাধ্যমে গত বুধবার মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফে আসা হয়। সেখান থেকে ধৃত দালাল জয়নালের মাধ্যমে গত রাতে লেদা এলাকা থেকে ছোট নৌকায় করে নাফনদীর জইল্যার দ্বীপে এসে বড় ট্রলারে উঠার জন্য অপেক্ষা করেন। এসময় বিজিবি জওয়ানরা তাদের আটক করে।

এদিকে ধৃত জয়নাল জানান সে দালাল নয়। লেদা এলাকার মুফিজ আলমের মাধ্যমে মালয়েশীয়া যাওয়ার জন্য তিনিও ওই যাত্রীদের সাথে ছিলেন। এ ঘটনায় লেদা পূর্বপাড়ার মোঃ রশিদ আহম্মদের পুত্র মোঃ জয়নাল হোসেন(২২) ও পলাতক দালাল হিসেবে লেদার মৃত লাল মিয়ার পুত্র মোঃ মফিজ আলম(৩২)
মোঃ আলম(৪৫) আসামী করা হয়েছে।

আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন