parbattanews

টেকনাফে দু’গ্রামের ২শ ৬৪ পরিবার পেল বিদ্যুতের আলো

TEKNAF PIC 27-8-16 (9) copy

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার জেলার টেকনাফের সাবরাংয়ে স্বাধীনতার ৪৫ বছর পর দুইটি গ্রামের ২শ ৬৪ পরিবারের মাঝে  নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এতে গ্রামবাসির মনে বইছে খুশির বন্যা ।

শনিবার উপজেলার সাবরাং ইউনিয়নের কুরাবুজ্জাপাড়া ও বাহারছড়া গ্রামে বিদ্যুৎতায়ন সংযোগ দেয়া হয়।  এ উপলক্ষে চান্দলীপাড়া বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে  স্থানীয় মুরুব্বী  আবদুল করিমের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বদি বলেন, ১ কোটি ৮৫ লাখ ৭২ টাকা ব্যয়ে  প্রধানমন্ত্রীর কার্যালয়ে অগ্রাধিকার প্রকল্পের ২৬৪ পরিবারকে একটি নতুন বিদ্যুতায়ন। টেকনাফ উপজেলার যেসব এলাকায় এখনো বিদ্যুৎ পৌছেনি খুব শিগ্রই ওইসব এলাকায়ও পর্যায়ক্রমে সবাই নতুন সংযোগ পাবে। আমরা এ ব্যাপারে নিরলস কাজ করছি।

বিদ্যুৎ সংযোগ পাওয়া কৃষক আবুল হোসেন বলেন, ‘আমাদের গ্রামে বিদ্যুৎ আসবে এটা কখনো চিন্তাও করি নাই। কেরোসিনের কুপি জালাইয়াই বাপ-দাদারা কাটাইয়া গেঠে। আজ বিদ্যুতের আলোয় পুরা গ্রাম ঝকঝকা। আমার আনন্দের শেষ নাই।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেনএমএ, যুবলীগ নেতা আবুল কালাম, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মো. আলম বাহাদুর, পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার বলাই মিত্র প্রমূখ।

Exit mobile version