parbattanews

টেকনাফে দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদায় একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করেছে বিজিবি। ২২ সেপ্টেম্বর দুপুর ১টায় নায়েক সুবেদার রফিকের নেতৃত্বে এ অভিযান চালায়। বিজিবি সূত্রে জানিয়েছে- মৃত নুর মোহাম্মদের পুত্র আবদুল গফুরের বাড়িতে তল্লাশী চালিয়ে পশ্চিম লেদা গ্রামের ছৈয়দুল ইসলামের পুত্র সরওয়ার কামাল ও একই গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র আবদুল গফুরের বাড়িতে অবৈধ অস্ত্র রাখার গোপন পেয়ে পশ্চিম লেদা গ্রাম ঘেরাও করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক অস্ত্রধারীরা বাড়ীর পেছনের দরজা দিয়ে কৌশলে ক্যাম্পের অদূরে জঙ্গলে পালিয়ে যায়। পরে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাদের বাড়ি তল্লাশী করে আবদুল গফুরের বেড রুমের আলমারির পেছন থেকে অস্ত্রটি উদ্ধার করে।

বিজিবি এ ব্যাপারে পশ্চিম লেদা গ্রামের ছৈয়দুল ইসলামের পুত্র সরওয়ার কামাল (৩০) ও একই গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র আবদুল গফুর (৪০) কে পলাতক আসামী থানায় একটি মামলার দায়েরের প্রক্রিয়া চলছে বলে  ৪২ বিজিবির অধিনায়ক মেজর শফিকুর ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ ড.কামরুজ্জামান।  উল্লেখ্য,যে গত ১২ সেপ্টেম্বর নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে একটি দেশীয় তৈরী পাইপ গান উদ্ধার করেছিল বিজিবি।

Exit mobile version