parbattanews

টেকনাফে নগদের সুপারভাইজার হত্যাকাণ্ডের ঘটনায় ২ জন আটক

কক্সবাজার টেকনাফের নয়াপাড়ায় আবদুর রহমান (৩২) নামে ‘নগদকর্মী’ হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে এছাড়াও এ মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ৫ জন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নিহতের ভাই আব্দুর শুক্কুর (২৮) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় আসামি সালামতুল্লাহকে আটক করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের ভাই ও মামলার বাদী আব্দু শুক্কুর।

এ মামলার আসামিরা হলেন, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে হাবিবুল্লাহ (৩৭), মৃত মো. আবদুল্লাহ’র ছেলে আলমগীর ফয়সাল লিটন (৩৪), ফিরোজ আহমদের ছেলে বোরহান উদ্দিন জিয়া (২৫), ইব্রাহিম খলিলের ছেলে মো. ইছহাক (২৪), মকতুল আহমদের ছেলে করিম উল্লাহ (৩২), বশির আহামদ ড্রাইভারের ছেলে নাছির উদ্দিন (২৮), মৃত আলী আকবরের ছেলে মো. শওকত (৩৩) ও আবদুল গফুরের ছেলে সালামতুল্লাহ (২৬)।

ওসি জানান, নিহতের ভাই আব্দু শুক্কুর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এটি পরিকল্পিত হত্যা অভিযোগে মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এজাহারে উল্লেখিত অন্যান্য আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শওকত নামের বন্ধুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ সদস্যরা। তবে এ বিষয়টি নিশ্চিত করেনি র্যাব-১৫ এর দায়িত্বশীল কেউ।

প্রসঙ্গত, গত সোমবার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারের পাশে মাঠ আবদুর রহমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

Exit mobile version