parbattanews

টেকনাফে নাফনদী থেকে বাংলাদেশী জেলে অপহরণ করেছে বিজিপি

অপহরণ

কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফে নাফনদী থেকে বাংলাদেশী এক জেলেকে অপহরণ করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ ঘটনাটি বুধবার ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া নাফনদীতে মাছ শিকারকালে করা হয় বলে অপহৃতের পরিবার জানিয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোণাপাড়া এলাকার ইসলাম মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৩০) কয়েকজন জেলের সাথে নাফনদীতে মাছ শিকারে যায়। ভোররাতে নদীতে মাছ শিকারকালে হঠাৎ একটি নৌকায় করে মিয়ানমার বর্ডার র্গাড পুলিশ জলসীমা অতিক্রম করে ধাওয়া করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় পাশের কিছু জেলে ধাওয়া খেয়ে চলে আসে এবং অপহরণের বিষয়ে তার বাড়িতে খবর দেয়।

পরে তার পরিবারের লোকজন স্থানীয় বিজিপি ক্যাম্পসহ জনপ্রতিনিধিদের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন বলে জানায়।

এদিকে অপহূতের পরিবারের পক্ষ থেকে তাকে আইনী প্রক্রিয়ায় ফেরত আনার জন্য বিজিবি ব্যাটলিয়ানে একটি আবেদন করছেন বলে জানিয়েছেন অপহ্নতের পিতা ইসলাম মিয়া।

Exit mobile version