parbattanews

টেকনাফে পরিত্যক্ত ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে পরিত্যক্ত ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯০ লাখ টাকা। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।

রবিবার (২২ আগস্ট) ভোর রাত পৌনে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, হ্নীলা ইউনিয়নের আলীখালী সংলগ্ন নাফ নদীর তীরে কেওড়া বাগান এলাকা দিয়ে ইয়াবা পাচার হবে এমন গোপন সংবাদে বিজিবি তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির এক পর্যায়ে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ শেষে পরবর্তীতে তা উর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

Exit mobile version