parbattanews

 টেকনাফে পর্যটকবাহী কাজল জাহাজকে জরিমানা

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচলকারী পর্যটকবাহী এলসিটি কাজল জাহাজকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার সকাল ৯টার দিকে দমদমিয়া জাহাজঘাটে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ জানান, ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় এলসিটি কাজল জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ, এলসিটি কাজল জাহাজ প্রতিদিন ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করার অহরহ অভিযোগ তুলেছে পর্যটকরা। এছাড়া পথি মধ্যে প্রায় সময় বিকল ও অতিরিক্ত যাত্রীর কারণে ডুবো চরে আটকা পড়ে থাকে।

Exit mobile version