parbattanews

টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে কৃষক অপহরণ

কক্সবাজারের টেকনাফে গরু চড়াতে গেলে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে মো. ছৈয়দ উল্লাহ (৪৫) নামের এক কৃষক অপহরণের শিকার হয়েছেন।

রবিবার (১৯ মার্চ) সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়াস্থ জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত ছৈয়দ স্থানীয় মুন্সীর ছেলে। তিনি আবুল কালামের পিতা বলে পরিচিত।

জানা গেছে, প্রতিদিনের মতো ছৈয়দ উল্লাহ গরুকে ঘাষ খাওয়ানোর জন্য পাহাড়ের পাদদেশে যান। আজকেও সেখানে গরু চড়াতে দিয়ে ফেরার সময় অপহরণের শিকার হন। কিছু প্রত্যক্ষদর্শী ঘটনাটি এলাকায় চাউর করে দেয়। সকালে তাকে অপহরণ করা হলেও এখনো তার কোনো হদিস মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী এলাকার বাইরে থাকলেও ঘটনাটি জানতে পেরেছে জানিয়ে বলেন, লোকটি কৃষক! খেত খামার করে দিনাতিপাত করেন। হয়তো তার সাথে মোবাইল না থাকায় অপহরণকারীরা যোগাযোগ করতে সময় ক্ষেপন করছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল হালিম জানান, এখনো কেউ অভিযোগ করেনি। তারপরেও বিষয়টি দেখে উদ্ধারের জন্য কাজ করব।

এ দিকে ১৬ মার্চ দুপুরে পাহাড়ে কাঠ সংগ্রহ করতে কলেজ ছাত্রসহ ৭ জনকে অপহরণ করে দেড়দিন আটক রেখে পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।

নিউজটি ভিডিওতে দেখুন:

কক্সবাজারে মুক্তি*পণের দাবিতে কৃষককে অ*পহ*রণ

Exit mobile version