parbattanews

টেকনাফে পাহাড় থেকে সরে যেতে মাইকিং

জেলা প্রশাসরে নির্দেশে মাইকিং চলছে

কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশে অতিবৃষ্টির ফলে পাহাড় ধ্বসের আশংকায় টেকনাফ উপজেলায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

টানা তিন দিনের প্রবল বর্ষণে গোটা কক্সবাজার জেলায় জনদুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে টেকনাফে পাহাড় ধসেের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু সহোদর নিহত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফ সদরের পল্লান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মধ্য পল্লানপাড়ার মাহমুদুল্লাহ মুন্নার ছেলে মেহেদী হাসান (৮) ও আলিফা (৭)। জানা গেছে, দুর্ঘটনার সময় ঘুমন্ত অবস্থায় ছিল ওই দুই শিশু সহোদর।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন বারবার সতর্ক করার পরও পাহাড় ধসের ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু দুঃখজনক।

Exit mobile version