parbattanews

টেকনাফে প্রায় পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

DSC03215
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ : টেকনাফস্থ ৪২ বিজিবির ৪ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৭’শ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসময় কক্সবাজাস্থ সেক্টর কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান বলেন- সীমান্তের মাদকদ্রব্য পাচাররোধে এলাকার জনসাধারণের মধ্যে সচতেনতা বৃদ্ধি করতে হবে। অন্যথায় মাদক প্রতিরোধ করা সম্ভব হবে না।  চোরাচালান প্রতিরোধে বিজিবিকে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও তিনি আহ্বান জানান।

৭ জানুয়ারি মঙ্গবার বেলা সাড়ে ১টার দিকে টেকনাফস্থ ৪২ বিজিবির সদর দপ্তর প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

গতবছরের ১১ নভেম্বর থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বিওপির কর্তৃক আটককৃত ৪ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৭’শ  টাকার মূল্যের ১ লাখ ৬০ হাজার ৪শ ৬২ পিস ইয়াবা, ৮ কেজি ৬’শ গ্রাম গাঁজা, ১৬৭ লিটার বাংলা মদ, ২০ বোতল ফেনসিডিল, ৮’শ পিস লুপিজিসিক (ইনজেকশন) ধ্বংস করা হয়।

এছাড়া ৫৩ লাখ ৬৪ হাজার ৬’শ টাকার মদ বাংলাদেশ পর্যটন করপোরের্শনের নিকট হস্তান্তর করা হয়। এদিকে হ্নীলা বিওপির জওয়ানরা সীমান্ত দিয়ে মায়ানমার থেকে পাচার হয়ে আসার পথে এক মাদকের চালান জব্দ করে। ৬ জানুয়ারী রাত ১টা ৩০ মিনিটের দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা সোর্সের সংবাদের ভিত্তিতে হাবিলদার তরিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি জওয়ান ৩নং স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

আটককৃত মাদকের আনুমানিক মূল্য ১লাখ ৫৫হাজার  টাকা। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ আটকের সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version