টেকনাফে ফায়ার সার্ভিস ষ্টেশনের তৎপরতায় রক্ষা পেল প্রায় ৫০টি বসতবাড়ি

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফে অগ্নিকান্ডে ফায়ার সার্ভিস ষ্টেশনের তৎপরতায় রক্ষা পেল প্রায় ৫০ টি বসতবাড়ি ও পানের বরজ। এতে সামান্য ক্ষতিগ্রস্থ হলেও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকার বিশিষ্ট গরু ব্যবসায়ী জিয়াউর রহমানের বাড়ীর ধানের গোলায় আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুন ছড়িয়ে পড়লে বাড়ির কর্তা জিয়াউর রহমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়াকে অবহিত করলে, তিনি ফায়ার সার্ভিসকে ফোন করলে তাৎক্ষনিকভাবে তারা ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

এতে আগুনে পুড়ে সামান্য ক্ষতিগ্রস্ত হলে এলাকাবাসী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে। কেননা, সম্প্রতি জমি থেকে ফসল কেটে তারা বাড়ির উঠানে জমা করে। এছাড়া এ গ্রামে বাড়িঘরগুলো পাশাপাশি হওয়ায় সঠিক সময়ে যদি আগুন নিভাতে না পারতো তাহলে এলাকাবাসী বিরাট ক্ষতির সম্মুখিন হতো বলে এলাকাবাসী জানান। এখবরে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, ফায়ার সার্ভিস অফিস কর্মকর্তা জিল্লুর রহমান, থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন, বিজিবি কোম্পানী কমান্ডার মুজিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এব্যাপারে ফায়ার সার্ভিস অফিস কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসকে যথা সময়ে খবর দিলে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে প্রস্তুত রয়েছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন