parbattanews

টেকনাফে ফিশিং বোটের মাঝিকে সাগরে নিক্ষেপ

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে ফিশিং বোটের মাঝিকে সাগরে নিক্ষেপ করে ৫ মাল্লা তীরে এসে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে ধরে ফেলার খবর পাওয়া গেছে। রোববার (১ মার্চ) বঙ্গোপসাগরে মাছ শিকারে গেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাঝি টেকনাফ সদর ইউনিয়নের মহেশ খালিয়া পাড়া এলাকার মৃত মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ ইউনুছ (৩৫)।

জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার মোহাম্মদ হোসাইন ওরফে কালা বদার মালিকানাধীন ফিশিং বোট নিয়ে মোহাম্মদ ইউনুছ মাঝি কচুবনিয়া এলাকার ৫ মাল্লাসহ ১ মার্চ ভোর রাত ৩ টায় বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। একই দিন বিকালে ফিশিং বোটের মাঝি মোহাম্মদ ইউনুছকে ছাড়া অন্য ৫ জন তীরে ফিরে এসে ২ জন দ্রুত পালিয়ে গেলেও অন্য ৩ জনকে জনতা আটক করে মাঝি ইউনুছের খবর জানতে চাইলে ৩ জনই ভিন্ন ভিন্ন কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

এব্যাপারে স্থানীয় মেম্বার ডাঃ গণির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের ঘটনা আমি শুনেছি, নিখোঁজ মাঝিকে উদ্ধারের চেষ্টা চলছে।

টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version