parbattanews

টেকনাফে বণ্যপ্রাণী অভয়ারণ্যের ম্যানেজমেন্ট প্ল্যান বিষয়ক সভা

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘টেকনাফ বন্যপ্রাণী অভায়ারণ্যের উপর প্রস্তুতকৃত ম্যানেজমেন্ট প্ল্যান বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। স্টেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন প্রকল্প এই মতবিনিময় সভার আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক কর্মকর্তা মো: আব্দুল লতিফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক এসআরসিডব্লিউপি প্রজেক্ট ও পরিচালক ওয়াইল্ডলাইফ সেন্টার ড. সুনীল কুমার কুন্ডু, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: আলী কবির, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: রফিক উদ্দিন ও টেকনাফ ২ বিজিবির ড. আবদুল্লাহিল মামুন।

টেকনাফ কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) কোষাধ্যক্ষ কাউন্সিলর নাজমা আলম, হোয়াইক্যং কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভাপতি মো: আলমগীর চৌধুরী, শীলখালী কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সাবেক সভাপতি সাইফুল্লাহ কোম্পানী, সহকারী বন সংরক্ষক (এসিএফ) সরওয়ার আলম, জিএম কবির, আবদুল হাই, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাও: নুর আহমদ আনোয়ারী, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান মিয়া, টেকনাফ রেঞ্জ অফিসার তাপস কুমার দেব, হোয়াইক্যং রেঞ্জ অফিসার সুনীল কুমার দেবরায়, শীলখালী রেঞ্জ অফিসার জসিম উদ্দিন এবং বন বিট অফিসারগণ মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন।

এতে টেকনাফ বন্যপ্রাণী অভায়ারণ্যের উপর প্রস্তুতকৃত ম্যানেজমেন্ট প্ল্যান বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা, সুপারিশ ও সিদ্ধান্ত নেয়া হয়েছে। মতবিনিময় সভায় বন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, মিডিয়াকর্মী ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Exit mobile version