parbattanews

টেকনাফে বনবিভাগ-বিজিবির যৌথ অভিযানে সামাজিক বনায়নের চোরাই কাঠ উদ্ধার

tek pic-1

স্টাফ রিপোর্টার,  কক্সবাজার:
টেকনাফ উপজেলার কান্জরপাড়া বনবিভাগ ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ সামাজিক বনায়নের চোরাই কাঠ উদ্ধার করেছে। উদ্ধারকৃত কাঠগুলো সংশ্লিষ্ট বিটে সিজার করে জমা রাখা হয়েছে।

জানা যায়, ১৩ মে বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিমংখালী বিট অর্ফিসার শামসুল ইসলাম ও উনচিপ্রাং বিজিবি ক্যাম্প কমান্ডার জজ মিয়ার নেতৃত্বে কান্জরপাড়া এলাকার মৃত আবুল মন্জুরের পুত্র আমির আলী বাড়ীতে অভিযান চালিয়ে সামাজিক বনায়নের প্রায় ২০ ঘন ফুট চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।  এ সময় ওই বনায়নের সভাপতি দেলুয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক রুহুল আমিন অভিযানে অংশগ্রহণ করেন।

উপকারভোগী দিলু জানান, সংঘবদ্ধ কাঠচোর দীর্ঘদিন ধরে সামাজিক বনায়ন উজাড় করে চুরি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট বিট অফিসার শামসুল হক জানান, ওই বাড়িতে সামাজিক বনায়নের চোরাই কাঠ নিয়ে ফার্ণিচার তৈরীর গোপন সংবাদে অভিযান পরিচালনা করে কিছু ফার্ণিচার তক্তা (কাঠ) জব্দ করেছি। কাঠচোরদের বিরুদ্ধে মামলা করা হবে।

Exit mobile version