parbattanews

টেকনাফে বন্দুকযুদ্ধে শীর্ষ মানবপাচারকারী আনু নিহত

unnamed copy

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে মানবপাচারকারীদের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত আন্তজার্তিক মানবপাচারকারী চক্রের সদস্য আমান উল্লাহ আনু নিহত হয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা আলীখালী লবণ মাঠে মানবপাচারকারী চক্রের দু’গ্রুপের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অন্যান্য মানবপাচারকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে আনুর লাশসহ দু’টি দেশীয় তৈরী এলজি ও ৩টি খোঁসা উদ্ধার করে।

নিহত মানবপাচারকারী হচেছ, মোচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ শফির ছেলে আমান উল্লাহ আনু(৩০)।

এব্যাপারে টেকনাফ থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার  জানান, বন্দুকযুদ্ধে নিহত আনুর লাশ উদ্ধার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় তৈরী এলজি ও ৩টি খোঁসা উদ্ধার করে মানবপাচারকারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

Exit mobile version