parbattanews

টেকনাফে দুই কেজি ‘আইস’ উদ্ধার, আটক-১

টেকনাফ মিঠা পানিরছড়ায় বসত-বাড়ি তল্লাশী করে দুই কেজি ‘ক্রিস্টাল মেথ আইস’সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)।

২২ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল গোপন সংবাদে টেকনাফের মিঠা পানির ছড়া এলাকায় সোনা মিয়ার বাড়ি হতে ওই আইস মাদক উদ্ধার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা টেকনাফের মিঠা পানির ছড়া এলাকায় সোনা মিয়ার বাড়ি ঘেরাও করে তল্লাশী চালানোকালে বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর সময় সোনার মিয়ার পুত্র মো. মুজিব (২০) কে আটক করে। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তিতে উক্ত বাড়ির সিলিংয়ে অভিনব কায়দায় লুকানো দুই কেজি ক্রিস্টাল আইস মেথ পাওয়া যায়। যার বাজার মূল্য ১০ কোটি টাকা।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Exit mobile version