parbattanews

টেকনাফে বিজিবির অভিযানে ১ কেজি আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন রঙ্গিখালী নামক এলাকা থেকে ১টি মাদকের প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন লেদা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার পশ্চিম দিকে রঙ্গিখালী নামক এলাকায় আখতারুজ্জামানের বাড়ির পাশে লবণ মাঠের ভিতরে মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের ভিতর তল্লাশি অভিযান পরিচালনা করে। কিছুক্ষণ পর টহলদল আখতারুজ্জামানের বাড়ির পাশে লবণ মাঠে ব্যাপক তল্লাশি করে পূর্ব থেকেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালো পলিথিনে মোড়ানো ১টি মাদকের প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত প্যাকেটের ভিতর থেকে ১কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়।

Exit mobile version