parbattanews

টেকনাফে বিজিবি‘র অভিযানে দেশী এলজিসহ এক রোহিঙ্গা ডাকাত আটক

teknaf pic 08-04-14

টেকনাফ প্রতিনিধি: 
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে অস্ত্রসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। ৮ এপ্রিল ভোরে নয়াপাড়া বিওপির নায়েব সুবেদার আবুল কালামের নেতৃত্বে  হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরনার্থী শিবিরে গোপন সংবাদের ভিত্তিতে আবদুল হামিদের বাড়ী তল্লাশী চালিয়ে দেশীয় তৈরি এলজি বন্দুকসহ মোঃ আবদুল হামিদ (৪৭)কে আটক করে। ধৃত আবদুল হামিদ মৃত আবদুল মোতালেবের  ছেলে ও নয়াপাড়া শরণার্থী শিবিরের এইচ ব্লকের  ১২২৫/৪ কক্ষের ৫২৯/১৬৬১৪ নং  এমআরসি শরনার্থী। অবশ্য, ইতিপূর্বে এইচ ব্লকের আবদুল কাদেরের ছেলে নুরুল আমিনকে (২৩)কে বন্দুকসহ আটক করা হয়েছিল।

টেকনাফস্থ ৪২ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল আবুজার আল জাহিদ  জানান,  ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে অস্ত্রসহ এ রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির তথ্যমতে খারাংখালী এলাকার মৃত আবদুল জলিলের পুত্র  মোঃ নুর মোহাম্মদ (৪৫)ও দক্ষিণ রঙিখালী  গ্রামের মৃত হামিদ আলীর পুত্র আব্দুস শুক্কুর (৪০)। জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Exit mobile version