parbattanews

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৮ হাজার ২’শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আটক

IMG_6995

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
টেকনাফ ৪২বিজিবি জওয়ানেরা ইয়াবার চালান অনুপ্রবেশের সময় পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। সূত্র জানায়, ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৭টারদিকে টেকনাফের ৪২বিজিবির সদর বিওপি জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ার পূর্বপাশে ১নং স্লুইচ গেইট থেকে কতিপয় সন্দেহভাজন যুবককে চ্যালেঞ্জ করলে একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পোটলাটি উদ্ধার করে ৪৮ হাজার ৬শ ৯৪পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ১কোটি ৪৬ লক্ষ ৮ হাজার ২শত টাকা।

অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে নাজিরপাড়া-মৌলভীপাড়া সীমান্ত সংলগ্ন আড়াই নম্বর স্লুইচ গেইট এলাকায় মিয়ানমার থেকে আরো একটি ইয়াবার চালান আনার সংবাদে বিজিবি জওয়ানেরা সর্তক অবস্থানে থাকলে ইয়াবা পাচারকারীরা টের পেয়ে মিয়ানমারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি স্পীডবোট নিয়ে ধাওয়া করলে নাফনদীতে মিয়ানমার হতে আসা মাঝি-মাল্লারা দ্রুত লাফ দিয়ে পালিয়ে যায়। বিজিবি জওয়ানেরা নৌকাসহ ইয়াবার চালানটি জব্দ করে। যা গণনা করে ৫৯ হাজার ৫শ ৬৬ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।  যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লক্ষ ৫৯হাজার ৮শ টাকা। সর্বমোট আটককৃত ১ লক্ষ ৮ হাজার ২শ ৬০পিস ইয়াবার চালানের মূল্য ৩ কোটি ২৫ লক্ষ ৪০ হাজার টাকা।

টেকনাফ ৪২বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা স্বীকার করেন।

Exit mobile version