parbattanews

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২৪হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ

IMG_5016                    
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
ঈদে ছুটির ফাঁদে প্রশাসনের জনবল কমে যাওয়াকে পুঁজি করে ইয়াবা চোরাকারবারীরা আবারো কৌশল অবলম্বন করে অপতৎপরতা শুরু করেছে। টহল পরিবর্তনকালে কৌশলে ইয়াবার চালান ঢুকানোর সময় বিজিবির জওয়ানেরা পৃথকভাবে ২৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। বিজিবি সুত্র জানায়, ২১ অক্টোবর ভোররাত ২টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গিখালী এলাকার রাস্তার মাথায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৯৬ পিস ইয়াবা বড়ি জব্দ করে। যার বাজার মূল্য ৪২লক্ষাধিক টাকা।

এদিকে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৭টারদিকে সাবরাং বিওপির হাবিলদার আফতাব উদ্দিনের নেতৃত্বে একদল জওয়ান গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পাড়া ও নাজির পাড়া সীমান্তের মধ্যবর্তী ভাঙ্গা বেড়িবাঁধের আড়াই-তিন নম্বর স্লুইচ গেইটে অবস্থান নেয়। ইয়াবা বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়লে নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ১০হাজার ৪পিস ইয়াবা বড়ি জব্দ করে। যার বাজার মূল্য ৩০লক্ষ ১হাজার ২শ টাকা।
টেকনাফ ৪২বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান অভিযানের সত্যতা স্বীকার করেন।

Exit mobile version