parbattanews

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

01

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এ সময় জব্দ করা হয়েছে একটি কাঠের তৈরি নৌকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার সকাল ৭ টার দিকে টেকনাফের নাফনদীর ১ নং স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবার চালান আটক করা হয়।

বিজিবির টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, বিজিবি টহল দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মিয়ানমার হতে নৌকাযোগে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে টহল দল ১ নং স্লুইচ গেইট এলাকায় ওঁৎ পেতে থাকে। সকাল ৭ টার দিকে একটি নৌকা ১নং সুইচ গেইট হতে ১০০ গজ উত্তরে নাফ নদীর কিনারায় আসলে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। সে সময় নৌকায় অবস্থানরত ইয়াবা পাচারকারীরা লাফ দিয়ে সাঁতরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের জল সীমানায় প্রবেশ করে। এতে তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহল দল তল্লাশি করে উক্ত নৌকা থেকে ১টি বড় প্যাকেট উদ্ধার করে। প্যাকেটটি খুলে গননা করে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Exit mobile version