parbattanews

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার জব্দ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ১৮২ ক্যান বিয়ার জব্দ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণ মাধ্যমকে এসব তথ্য করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফনদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন হেচ্ছার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ নদী থেকে তাদের থামার সংকেত দেয় ৷

সন্দেহজনক ব্যক্তিরা নদীতে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০টি বস্তা থেকে ১ হাজার ১৮২ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Exit mobile version