parbattanews

টেকনাফে বিপুল পরিমাণ মদ ও বিয়ারসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) এর বিশেষ জোনের সদস্যরা একাধিক অভিযান চালিয়ে মোহাম্মদ করিম (৩৩) নামে এক মাদক পাচারকারীকে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) এর বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) ভোররাত থেকে দুপুর ২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে মদ বিয়ার বাংলাদেশে পাচারকারী সিন্ডিকেটের সদস্য মোহাম্মদ করিমকে আটক করা হয়।

এ সময় টেকনাফ সদরের ডেইল পাড়ার মোহাম্মদ করিম (৩৩) এর পৈতৃক বসত-বাড়ি ও নুর মোহাম্মদের (৪২) ব্যবহৃত বাড়ি থেকে ২৪২ ক্যান (আন্দামান গোল্ড ও ডাইয়াব্লু) বিয়ার এবং ৩২ বোতল (গ্রান্ড মাস্টার ও গ্রান্ড রয়েল) বিদেশি হুইস্কি মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় মোহাম্মদ করিমকে আটক এবং নূর মোহাম্মদ পলাতক আসামী করা হয়েছে। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version