parbattanews

টেকনাফে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

টেকনাফ  প্রতিনিধি:

২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর এ দিনটি বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়ে আসছে।

৩ মার্চ সকালে টেকনাফ বনবিভাগের আয়োজনে “বাঘ জাতীয় প্রাণীরা আজ বিপদে, তাদের রক্ষায় এগিয়ে আসুন” শ্লোগানে টেকনাফ নেচার পার্কে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, সহ-ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক নাজমা আলম, নয়াপাড়া সামাজিক বনায়ন কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরীসহ বনবিভাগের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বন্যপ্রাণীকে উপজীব্য করে এদের রক্ষার আহ্বান জানান। দিন দিন বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে। তাই রক্ষায় সকলকে একযোগে কাজ চালিয়ে যাবার অনুরোধও করেন।

উল্লেখ্য, বিশ্ব বন্যপ্রাণী তহবিলের হিসাব অনুযায়ী, ১৯০০ সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ। ২০১৪ সালে তা কমে চার হাজারে নেমে আসে। বাংলাদেশে ২০০৪ সালে পায়ের ছাপ গুনে বাঘের সংখ্যা নির্ণয় করার জরিপে বলা হয়, সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০। ২০১৪ সালে সর্বশেষ জরিপ করা হয় ক্যামেরায় ছবি তুলে ও পায়ের ছাপ গুনে। ওই জরিপে বাঘের সংখ্যা পাওয়া যায় ১০৬টি।

Exit mobile version