parbattanews

টেকনাফে ব্যবসায়ীদের ৩ দিনের প্রশিক্ষণ ২দিনে সমাপ্ত

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
টেকনাফে স্থল বন্দরের আমদানী ও রপ্তানীকারক এবং সিএন্ডএফ এজেন্টদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষনের সিডিউল থাকলেও দায়সারা ভাবে ২ দিনে সমাপ্ত করা হয়েছে।  এনিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ১৪ জুন শুরু হয়ে ১৬ জুন পর্যন্ত ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রশিক্ষণ চলার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে ১ম দিন ১১ টায় শুরু হয়ে সোয়া ১২টায় শেষ হয়েছে। ২য় দিন ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় একেবারেই ৩ দিনের প্রশিক্ষণ শেষ করে ফেলেন।

 “বাংলাদেশ ফাইটোস্যানিটারী সামর্থ শক্তিশালী করণ প্রকল্পের আওতায় প্লান্ট কোয়ারেন্টাইন টেকনাফ স্থল বন্দর দিয়ে টেকনাফ মংডু সীমান্ত বানিজ্যের সাথে সংশ্লিষ্ট আমদানী ও রপ্তানীকারক সিএন্ডএফ এজেন্ট কাস্টম্স বন্দর এবং মিডিয়াকর্মীদের নিয়ে এই প্রশিক্ষনের আয়োজন করেছিল। এতে আমদানী ও রপ্তাণীকারক ও মিডিয়াকর্মীদের প্রশিক্ষনের রাখার সিদ্ধান্ত হলে তা করা হয়নি। এ ব্যাপারে উপজেলা সংগনিরোধ কীটতত্ত্ববিদ পুষ্পেন্দু বড়ুয়ার জানান- বিভিন্ন সমস্যারা কারণে  ও বন্দরের মালামাল পচেঁ যাওয়ার ফলে দ্রুত কর্মশালা  শেষ করা হয়েছে।

Exit mobile version