parbattanews

টেকনাফে মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার- ১৯

DSC00805 (1)

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় দুই ট্রলারসহ ১৯ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা সবাই টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লম্বরী ও লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে প্রায় ৩ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ডিকশন চৌধুরী জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শাহপরীর দ্বীপের পশ্চিম এলাকায় বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের বিশেষ দল অবস্থান করে। এ সময় সাগরে দুইটি মাছ ধরার ট্রলার দেখে তাদের থামানোর সংকেত দেন। তারা কোস্ট গার্ডের অবস্থান দেখে পালানো চেষ্টা করলে ধাওয়া করে ট্রলার দুইটিসহ ১৯ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, ট্রলারে তল্লাশি চালিয়ে পানির ড্রামের ভেতরে কৌশলে লুকিয়ে ইয়াবার বড় ব্যাগ পাওয়া যায়। এগুলো গণনা করে ৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। আটক ট্রলারসহ ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ১০ লাখ টাকা।

Exit mobile version