parbattanews

টেকনাফে মানবপাচার প্রতিরোধে মানববন্ধন

Manabbondhon pic(1) (2)

টেকনাফ প্রতিনিধি:
মানবপাচার প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টেকনাফে হেলপ কক্সবাজার এনজিওর উদ্যোগে রিলিফ ইন্টারন্যাশনাল ও রেডিও নাফের সহযোগিতায় টেকনাফ বাস স্টেশন চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চৌধুরী আবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন হেলপ কক্সবাজার নির্বাহী পরিচালক আবুল কাসেম এম.এ, রেডিও নাফের প্রোগ্রাম প্রডিওসার হারুন রশিদ,যুবনেতা নরুল আমিন, মোঃ আবু তাহের,বিএনডাব্লিউএললের লিগ্যাল এসিসট্যান্ট তরিকুল ইসলাম তারেক, আইসিডিডিআর, বির ফিল্ড রিসার্চ এসিসট্যান্ট অমিত বণিক, বিশিষ্ট সমাজ সেবক রমজান আলী মাতাব্বর, মোঃ তাহের, প্রকল্প কর্মকর্তা,হেলপ, মহিলা নেত্রী রশিদা বেগম, ইয়ুথ লিডার জাফর আলম,আব্দুল হক,মোঃ আয়াছ,জসিম উদ্দিন,সংবাদ কর্মী নুর হাকিম আনোয়ার,সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, ,আইউব খান, ফয়েজুল ইসলাম রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সমাজের তরুণদের প্রলোভনে ফেলে অনিরাপদে মালয়েশিয়া পাঠিয়ে সর্বস্ব নিঃস্ব করে দিচ্ছে সেইসব চিহ্নিত দালালকে খুজেঁ বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে নিরহ লোকজনকে পাচার থেকে রক্ষার পাশাপাশি পাচারের মত জঘন্য কর্মকাণ্ড থেকে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে।

বক্তারা বর্তমানে যারা মালয়েশিয়াগামী যাত্রী নিখোঁজ রয়েছেন তাদের পরিবারকে সহায়তা দেবার পাশাপাশি সাগরে ভাসমানদের ফিরিয়ে আনার উদ্যোগ ও পুনঃবাসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Exit mobile version