parbattanews

টেকনাফে মিয়ানমারের ৪ বিজিপি ৪ সদস্য আটক: পরে ফেরত

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের উনচিপ্রাং সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমার বিজিপির ৪ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের উনচিপ্রাং সীমান্তে নাফ নদী থেকে তাদেরকে আটক করে বিজিবি। রাতে ওই সীমান্তে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক শেষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্যকে হস্তান্তর করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক জানান, রাতে টেকনাফ সীমান্তে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকের মাধ্যমে ওই চারজনকে অস্ত্রসহ মিয়ানমারের কাছের হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, দুপুরে টেকনাফের উনচিপ্রাং সীমান্তে মিয়ানমারের তা চোং বিজিপি কমান্ডার লে. সোং ওয়ে-সহ চার সীমান্তরক্ষী সাদা পোশাকে অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়েন।
পরে সীমান্তে টহলররত ৪ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা মিয়ানমারে ওই চার সীমান্তরক্ষীকে আটক করে টেকনাফের উনচিপ্রাং সীমান্তে নিয়ে আসেন। পরে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বার্থে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।

Exit mobile version