parbattanews

টেকনাফে মিয়ানমার ২১ রোহিঙ্গা পুশব্যাক

পুশব্যাক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
টেকনাফে মিয়ানমার ২১ রোহঙ্গা নাগরিককে পুশব্যাক করেছে বিজিবি। ২৯ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় হোয়াইক্যং বিওপি চৌকির হাবিলদার কায়ুমের নেতৃত্বে জওয়ানরা চেকপোস্টে গাড়ী তল্লাশি চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ১০ জন মিয়ানমার পুরুষ নাগরিককে আটক করা হয়।

পরে দুপুর ১ টার দিকে হোয়াইক্যং সীমান্ত দিয়ে আটককৃতদের মিয়ানমার পুশব্যাক করা হয়েছে। এছাড়া একইদিন সকাল ৬ টার দিকে টেকনাফ বিওপি চৌকির হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে জওয়ানরা পৌরসভার পুরাতন ট্রানজিট ঘাট নাফনদী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কালে ১১ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ৭ জন পুরুষ. ৩ জন নারী ও ১ জন শিশু ছিল।

পরে বেলা ১১ টার দিকে আটক মিয়ানমার নাগরিকদের একই সীমান্ত দিয়ে স্বদেশে পুশব্যাক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ।

Exit mobile version