parbattanews

টেকনাফে মেরিনসিটি হাসপাতালসহ ৩ প্যাথলজিকে অর্থদণ্ড

টেকনাফে অনিয়ম-অসঙ্গতির কারণে একটি হসপিটালসহ দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর সাথে দুটি ল্যাবসহ একটি ভুয়া পল্লী চিকিৎসক কোর্স প্র‍তিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ও পৌর শহরে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা টিটু চন্দ্র শীল জানান, টেকনাফ পৌর শহরের হাসপাতাল গেইটে নাফ মেরিন সিটি হাসপাতাল ও নাফ সীমান্ত প্যাথলজি এবং হ্নীলা ইউনিয়নের মৌছনী সীমান্ত ল্যাবকে অব্যবস্থাপনা ও লোকবল সংকটের দায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেরিন সিটি হাসপাতালকে অনুমোদন সংক্রান্ত কাগজ পত্র ও লোকবল সংকট নিরসনে ২ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে।

অপরদিকে, টেকনাফ হাসপাতাল গেইটে নাফ ভিউ প্যাথলজি ও অনুমোদন বিহীন নাম সর্বস্ব একটি এলএমএফ কোর্স প্রতিষ্ঠানসহ হ্নীলা ইউনিয়নের লেদা হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের অনুমোদন বিহীন তিনটি প্রতিষ্ঠাকে সিলগালা  করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, সময় স্বল্পতার ও লোকবল সংকটের কারণে আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে অভিযান শেষ করা যাচ্ছেনা। স্বাস্থ্য সেবার নামে ধান্ধাবাজি বন্ধ করতে এই অভিযান চলমান থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, মেডিকেল অফিসার ডা. প্রণয় রুদ্র, ইউএনও’র প্রধান সহকারী কাজল কান্তি দাশ, স্যানেটারি ইন্সপেক্টর সোহরাব হোসেন ও টেকনাফ থানা পুলিশের একটি টিম উপিস্থিত ছিলেন।

Exit mobile version