টেকনাফে যৌথ অভিযানে ১ লক্ষ ইয়াবাসহ আটক ১


টেকনাফে যৌথ অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ হোসেন আহমদ (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি ও র্যাব। আটক আসামি’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার কচ্ছপিয়া নৌকা ঘাট থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
আটককৃত হোসেন আহমদ টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার নূর আহাম্মদের ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর বলেন, রবিবার (২৩ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার হতে গভীর সাগর দিয়ে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে। এমন তথ্যে বিজিবি এবং র্যাবের যৌথ টহলদল কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া নামক স্থানে অবস্থান নেয়। পরে নৌযানটি সৈকতের কাছাকাছি কচ্ছপিয়া ঘাটে অবস্থান করলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তরের সময় ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতের অন্য দুই সহযোগী উত্তাল গভীর সাগরে নৌযান নিয়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির মাদক পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য পাচারের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে।
কর্নেল আশিকুর আরও জানান, বিজিবি ও র্যাব এর যৌথ অভিযানে অর্জিত সফলতা আবারও প্রমাণ করলো যে, মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোন আপোশ নয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে ২ বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

















