parbattanews

টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারী গুলিবিদ্ধ, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে মাদক কারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মীর কাশেম (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। পরে একটি দেশীয় তৈরি বন্দুক, ২টি কার্তুজ ও ১০ হাজার ইয়াবা সহ তাকে উদ্ধার করা হয় জানান র‌্যাব।

শনিবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোনারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আটক ব্যক্তি স্থানীয় লম্বারবিলের মোহাম্মদ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, একদল মাদক কারবারী লম্বাবিল-ঘোনারপাড়াগামী রাস্তার কালভার্টের উপর ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‌্যাব সেখানে যায়। র‌্যাবকে দেখেই ৩/৪ জন সংঘবদ্ধ অস্ত্রধারী মাদক কারবারীরা গুলি করে। আত্নরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ওই সময় ২/৩ জন অস্ত্রধারী গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মীর কাশেমকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

গুলিবিদ্ধ মীর কাশেম র‌্যাবের তত্ত্বাবধানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ধৃত ও পলাতকদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দান, অস্ত্র ও মাদক আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version