parbattanews

টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নাইক্ষ্যংছড়ির ইয়াবা ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নাইক্ষ্যংছড়ির ইয়াবা ব্যবসায়ী মহিউদ্দিন (২৫) নিহত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) ভোররাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন জব্বর মুন্সির হ্যাচারী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী মহিউদ্দিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জানা গেছে, রবিবার (২১ এপ্রিল) ভোররাতে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালায় র‌্যাবের একটি অপারেশন দল। এসময় ইয়াবা ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতির টের পেয়ে গুলি করে। র‌্যাবও পাল্টা চালালে মহিউদ্দিন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ময়নাতদন্ত শেষে মহিউদ্দিনের গ্রামের বাড়ির স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন ও পরিবারের লোকজন তার লাশ গ্রহণ করেন।

এই প্রসঙ্গে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থল থেকে ১টি দেশীয় বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ১০হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানান।

উল্লেখ্য, মহিউদ্দিন সীমান্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে। রাতারাতি আলিশান বাড়ির মালিকও হয়েছে সে। তার সিন্ডিকেটে আরও অন্তত এক ডজন ইয়াবা ব্যবসায়ী সক্রিয় রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Exit mobile version