টেকনাফে লক্ষাধিক পিস ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

fec-image

কক্সবাজারের চেকনাফ সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ একজন পাচারকারীকে গ্রেফতার করেছে। সে সদর ইউনিয়নের দরগাহছড়ার শেখ আহমদের পুত্র মো. ইসমাইল (৩২)।

শনিবার (২৭ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায় লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগর পথে পাচার করে টেকনাফের সমুদ্র উপকূলয়ী নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এমন গোপন সংবাদে মাদক ও পাচারকারীদের ধরতে বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে দরগারছড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। ওই সময় মাদক পাচারকারী মো. ইসমাইল (৩২)-কে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের (নারকোটিক্স) সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের নামক এক ব্যক্তির বসতঘরের পাশে মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক পাচারকারী ইসমাইল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ এই মাদক সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর নিকট হস্তান্তরের জন্য জনৈক মো. ইয়াসিন নামক এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল। মানব পাচারকারী চক্র সমুদ্রপথে আগত রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মিয়ানমার হতে এদেশে এই ইয়াবার চালান পাচার করানো হয়ছে।

এঘটনায় আরো ২ জনকে পলাতক আসামী করে ট্কেনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং মাদক ও আটক পাচারকারীকে থানায় হস্থান্তর করা হয়েছে।

পলাতক আসামীরা হচ্ছেন, টেকনাফের নোয়াখালী পাড়ার ইসলাম মিয়ার পুত্র মো. ইয়াসিন ও দরগাহছড়ার শেখ আহমদের পুত্র মো. তাহের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন