parbattanews

টেকনাফে লাখ পিস ইয়াবা ও ট্রলারসহ ১১ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সাগরে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ওট্রলারসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড টেকনাফ সিজি স্টেশনের কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল (বিএন এক্স) গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ছদ্মবেশে অবস্থান নেয়।

ভোররাত সাড়ে ৪টার দিকে মিয়ানমার থেকে একটি ট্রলার বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে দেখে ট্রলারটিকে আটক করে।

পরে ট্রলারটি তল্লাশী করে ১ লাখ ইয়াবাসহ মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার বুচিদংয়ের মইন্যা পাড়ার আবু বক্করের পুত্র কবির আহাম্মদ (৩৫), মৃত হাবিবুল্লাহর পুত্র মো. নবী (২০), করিম উল্লাহর পুত্র আমান উল্লাহ (১৮), মৃত হাবিব উল্লাহর পুত্র তারেক উল্লাহ (১৪), মৃত মো. শাকেরের পুত্র কামাল উদ্দিন (২০), আবু তাহেরের পুত্র মো. ছাবের (১৮), মৃত আবু তাহেরের পুত্র মো. রিয়াজ (১৪), হাফেজ আহমদের পুত্র মো. শাকের (১৬), নুর মোহাম্মদের পুত্র মো. ফয়সাল (১৬), আব্দু শফির পুত্র রহমত উল্লাহ (১৯) ও শামসুদ্দিনের পুত্র মো. রিয়াজ উদ্দিন (১৮) সহ ১১ জন নাগরিককে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

Exit mobile version