parbattanews

টেকনাফে শাহজাহান চেয়ারম্যানের গাড়ি থেকে ১৪ হাজার ইয়াবাসহ ২জন আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা শাহজাহানের ব্যক্তিগত গাড়ি থেকে ১৪ হাজার ইয়াবার উদ্ধার করেছে ব্যার।

এ সময় চেয়ারম্যানের ব্যক্তিগত চালক সহ ২ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব ৭ এর সিপিসি-২ কক্সবাজার ক্যাম্পের মেজর মেহেদী হাসান স্বাক্ষরিত ইমেইলে পাঠানো একটি বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার(১৮ অক্টোবর) দিনগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শুকনারছড়ি সাকিনস্থ হ্যাচারির সামনে সাদা রংয়ের টয়েটো জীপে (রেজি নং-ঢাকা মেট্রো-ক-০২-০৫৬৪) তল্লাশী চালায় র‌্যাব।

এসময় গাড়িটি থেকে ১৩ হাজার ৯৬০ টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় ২ জনকে।

আটকরা হলো, টেকনাফ সদর ইউনিয়নের পুরাতন পল্লান পাড়ার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র রহমত উল্লাহ (৩২) এবং আবুল হোসেনের পুত্র মো. ইব্রাহিম (৩০)।

র‌্যাব এর মেজর জানান, আটক ২ জনকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।

এদিকে, টেকনাফ থেকে একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা মেট্রো-ক-০২-০৫৬৪ নম্বর টয়েটো জীপটি টেকনাফ উপজেলার চেয়ারম্যান জাফর আলমের পুত্র টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়ার ব্যক্তিগত গাড়ি।

আর রহমত উল্লাহ শাহজাহান মিয়ার ব্যক্তিগত চালক হিসেবে পরিচিত।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ইয়াবার গডফাদারের তালিকায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম, তার পুত্র শাহজাহান মিয়া, দিদার আলম এর নাম রয়েছে।

Exit mobile version