Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

টেকনাফে শ্বশুর বাড়িতে নববধূ খুন: স্বামী গ্রেফতার


টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে প্রেম করে বিয়ের পরও নববধূর কপালে সুখ সইল না। অবশেষে শ্বশুর বাড়ির লোকজনের হাতেই প্রাণ হারাতে হল তাকে। পিতার মামলার প্রেক্ষিতে পুলিশ স্বামীকে আটক করলেও শ্বশুর পলাতক রয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং খারাইগ্যাঘোনার আলী আকবরের পুত্র নুরুল বশর প্রকাশ ভাইয়া (২৫) এর স্ত্রী হ্নীলা জাদিমোরাস্থ নয়াপাড়ার জালাল আহমদের মেয়ে তসলিমা আক্তার (১৮) এর মৃতদেহ পাওয়া যায়। তাকে গোপনে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উখিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ স্বামীকে আটকে রাখে। এরপর পোস্টমর্টেম শেষে লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় নিহত তসলিমার পিতা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় (মামলা নং-৪৩/২৬-০২-২০১৮ইং) একটি হত্যা মামলা দায়ের করলে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে থানার এসআই মহির উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বামীকে আটক করে থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক স্বামী বিভিন্ন ধরনের উল্টা-পাল্টা তথ্য দেওয়ায় সন্দেহ আরও বাড়ছে।
এ ব্যাপারে নিহত তসলিমার পিতার সাথে কথা বলতে চাইলে মুঠোফোন বন্ধ থাকায় কোন ধরনের বক্তব্য ও মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে নিহত তসলিমার মামা কালা মিয়া ওরফে কালা ভাই বলেন, তারা উভয়ে আমার আত্মীয়। মেয়ে বেড়াতে আসার সুযোগে তাদের মধ্যে সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। কিন্তু ছেলের পিতা মেয়ে না নিয়ে এ ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে বলে মনে করে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, আটক স্বামীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এদিকে তথ্যানুসন্ধানে জানা যায়, তসলিমা বিয়ের পূর্বে মামার বাড়িতে (নাইয়্যুর) দাওয়াত উপলক্ষ্যে বেড়াতে গিয়েই নুরুল বশরের সাথে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে ছেলে নুরুল বশর পিতার অবাধ্য হয়েই তসলিমাকে বিয়ে করে। এ কারণে পিতাসহ পরিবারের অন্যরা তসলিমা ও বশরকে মেনে নেয়নি। যার কারণে তাদের সংসারে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত ২৫ ফেব্রুয়ারি ঘটনার দিন সকালে নুরুল বশর ও পিতা আলী আকবরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরপর নুরুল বশর রাতে নাফ নদীর ওই পাড়ের প্রজেক্টে মাছ শিকারে যায়। ভোরে এসে স্ত্রীর এ অবস্থা দেখে এক সহযোগী নিয়ে হাসপাতালে দেখতে গিয়েই সন্দেহভাজন হিসেবে আটক হয়। এ ঘটনার পর পরই শ্বশুর আলী আকবরসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন