parbattanews

টেকনাফে সপ্তাহের ব্যবধানে আরও একটি বাচ্চা হাতির মৃত্যু

টেকনাফে সপ্তাহের ব্যবধানে আরও একটি বাচ্চা হাতি মারা গেছে। নয়াপাড়াস্থ শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ঝিরি খালের রোহিঙ্গা শিবিরে ব্যবহারের জন্য স্থাপিত পানি রিজার্ভারে হাতির মরদেহটি মেলে।

২৫ সেপ্টেম্বর (শনিবার) সকালে রোহিঙ্গারা হাতির মৃত দেহটি দেখতে পায়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এটি ২য় হাতির মৃত্যু। হাতির এ মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শিবিরের জন্য পাহাড়ের নিচে স্থাপিত পানি রিজার্ভারে হাতিটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে অনেকে ধারনা করছেন, সুউচ্চ পাহাড় থেকে পড়ে হাতির বাচ্চাটির মৃত্যু হতে পারে।

হাতিটি উপুড় হয়ে পড়ে আছে। তাই অনেকে ধারণা করছেন গুলি করে হাতিটিকে হত্যা করা হয়েছে।
মৃত হাতি দেখতে যাওয়া এক যুবক জানান, সম্ভবত গুলিতে হাতিটি মারা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ মুচনি বন বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, ‘সকালে মৃত হাতির খবর পেয়ে বন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হাতি মৃত্যু রহস্য খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার একই স্থানে আরও একটি হাতির মৃতদেহ পাওয়া যায়।

Exit mobile version