টেকনাফে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শ্রেণী কার্যক্রম ও বই বিতরণ উদ্ভোধন

fec-image

কক্সবাজার জেলার সর্ব বৃহৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শ্রেণী কার্যক্রম ও বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীনা আক্তার চৌধুরী বদি।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে টেকনাফ সদরের নতুন পল্লান পাড়া এলাকায় বিদ্যালয়ের হল রুমে উক্ত বই বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়। টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষই ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত স্কুল এন্ড কলেজের প্রশিক্ষক আবু তালেবের পরিচালনায় বক্তব্য রাখেন, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক, একাডেমিক সুপার ভাইজান নুরুল আবছার।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে সাবেক এমপি বদি বলেন, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জেলার সবচেয়ে একটি বড় প্রতিষ্ঠান, তাই উক্ত স্কুল এন্ড কলেজে জেলার পিছিয়ে পড়া গরীব ও অসহায় শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাবে। তবে অসহায় শিক্ষার্থীদের জন্য আমার সহযোগিতা ও অগ্রণী ভূমিকা থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন