parbattanews

টেকনাফে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, ১৮ দফা সুপারিশ বাস্তবায়নের পথে

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:

টেকনাফে মাদক বিরোধী অভিযানের সার্বিক পরিস্থিতি তুলে ধরে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন এক মতবিনিময় সভার আয়োজন করেন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ইউএনও’র অফিস কার্য্যালয়ে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালিত বর্তমান পরিস্থিতি ও সফলতার বিস্তারিত তুলে ধরেন। এতে গত ২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানের সফলতার দিক তুলে ধরে বলেন, এ পর্যন্ত ১৫টি অভিযানে ১৫ জনকে ১ মাস থেকে ১ বৎসর পর্যন্ত সাজা দেয়া হয়েছে এবং যতদিন পর্যন্ত ইয়াবা নির্মূল না হয় অভিযান অব্যাহত থাকবে।

অভিযান থেকে ছোট-বড় কেউ বাঁচতে পারবেনা। তিনি সভায় এনবিআররে মাধ্যমে ইয়াবা ব্যবসায় অভিযুক্তদের সম্পদের হিসাব, মাদক নিয়ন্ত্রনের জন্য স্থায়ী সার্কেল অফিস, আইন শৃংখলা কমিটিতে নৌ-বাহিনীর অংশ গ্রহণ, ড্রাগ কন্ট্রোল অফিস, ডগ স্কোয়াড, ভোটার আইডি সনাক্ত মেশিন, শাপলাপুরে স্থায়ী চেকপোষ্ট, মোবাইল মোবাইল ট্রেকিং, জিরো লাইনে প্রহরা জোরদার, স্থল বন্দরে সিসি ক্যামরা স্থাপন, কক্সবাজার থেকে টেকনাফে ম্যাজিষ্ট্রেট আদালত স্থানান্তর, জেলেদের নিবন্ধনের আওতায় আনা, মিডিয়াকর্মীদের সম্পৃক্ততা, দুই বা তিনের অধিক মামলায় আসামী হলে ডিটেনশন, বাংলাদেশ-মিয়ানমার ৫৪ কিলোমিটার সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মানসহ ১৮ দফার সুপারিশ বাস্তবায়নের পথে রয়েছেন বলে জানান। ১৮ দফা বাস্তবায়ন হলে টেকনাফ তথা সারা দেশে ইয়াবা মাদক নির্মূল করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version