parbattanews

টেকনাফে সাড়ে ৪৩ লক্ষ টাকা মূল্যের অবৈধ কাঠ জব্দ

Teknaf Pic 15-09-2014

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের নাফ নদী থেকে প্রায় সাড়ে ৪৪ লক্ষ টাকার অবৈধ চোরাই কাঠ জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডে টেকনাফ ষ্টেশন কমন্ডার লে. হারুন-অর রশিদ জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেটি অফিসার ইকতিয়ারের নেতৃত্বে একদল কোস্টগার্ড নাফ নদীর টেকনাফ বন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের বোটসহ অবৈধ ৪৩ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যেও ৪শ’৫০ সিএফটি সেগুনকাঠ ও একই কাঠ দিয়ে তৈরি ৬৭টি বেঞ্চ জব্দ করে।

কোস্ট গার্ডের ঐ কর্মকর্তা আরো জানান, সরকারি রাজস্ব কর ফাঁকি দিয়ে একটি চক্র মায়ানমার হতে নাফ নদী দিয়ে টেকনাফে প্রবেশকালে উক্ত অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রহণের জন্য জব্দকৃত কাঠ , বোট ও বেঞ্চগুলো টেকনাফ কাস্টসে জমা দেয়া হয়েছে।

Exit mobile version