parbattanews

টেকনাফে সীমান্ত বাণিজ্যের নামে চলছে চোরাচালান: সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত

Teknaf

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:

টেকনাফে সীমান্ত বাণিজ্যের নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রপ্তানি পণ্য এনে চোরাই পথে পাচার করে দেওয়া হচ্ছে। এতে সরকার প্রচুর পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সীমান্তের বিভিন্ন পয়েন্টে পরিদর্শন করে দেখা যায়, বিভিন্ন গুদাম ও দোকানে মিয়ানমারের রপ্তানিযোগ্য লক্ষ লক্ষ টাকার পণ্যের ভরপুর । এসমস্ত পণ্য সীমান্ত বানিজ্যের আওতায় স্থল বন্দর দিয়ে মিয়ানমারে রপ্তানি করার নির্দেশ রয়েছে। এক শ্রেণির চোরা চালানী সিন্ডিকেড স্থল বন্দর দিয়ে মিয়ানমারে রপ্তানি করবে মর্মে দেশের বিভিন্নস্থান থেকে মালামাল নিয়ে এসে চোরাই পথে পাচার করে দিচ্ছে।

শুল্ক আইনে রয়েছে বাণিজ্যের আওতায় যে সমস্ত পণ্য রপ্তানি হবে সে গুলো বন্দর দিয়ে যেতে হবে। এ ছাড়া যদি গুদামজাত করতে হয় তাহলে স্থলবন্দরের ওয়ার হয়ে রাখতে হবে। বন্দর ব্যতিত কোথাও রাখা যাবে না। টেকনাফ স্থল বন্দরের কতিপয় সিএন্ডএফ এজেন্ট নামধারী চোরাচালানি সিন্ডিকেট স্থলবন্দর দিয়ে রপ্তানির নামে কাষ্টমের ভূয়া কাগজ সৃজন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল নিয়ে এসে চোরাইপথে পাচার করে দিচ্ছে।

Exit mobile version