parbattanews

টেকনাফে স্বর্ণের বারসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ছয়টি স্বর্ণের বারসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতর হলো, আকিয়াব জেলার মংডু থানার বাসিন্দা মো. আরাফাত (২৬) ও মো. রফিক (২৮)।

বৃহস্পতিবার ভোরে ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীসহ বিজিবির দু‘টি টিম হ্নীলা ইউনিয়নের দমদমিয়া তল্লাশি চৌকিতে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দুই যাত্রীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি স্বর্ণের বারের ওজন প্রায় এক কেজি উদ্ধার করা হয়।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ, মিয়ানমারের দুই নাগরিকের কাছ থেকে ছয়টি বার উদ্ধার করা হয়েছে এবং আটক দুজনকে টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করে সোনার বারগুলো টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, বিজিবির হাতে আটক দুই মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা মামলা রুজু করে বৃহস্পতিবার বিকালে কক্সবাজার আলাদতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version