parbattanews

টেকনাফে সড়ক দুঘর্টনা, রোহিঙ্গা নিহত

টেকনাফ সড়কে ডাম্পার-সিএনজির মুখোমুখী সংঘর্ষে পুটিবনিয়া ক্যাম্পে অবস্থানরত এক রোহিঙ্গা নিহত হয়েছে।

রবিবার (২৩জুন) বিকাল পৌনে ৫ টার দিকে হোয়াইক্যং নয়াবাজার টেক এলাকায় একটি ডাম্পার ও যাত্রীবাহী সিএনজির (কক্সবাজার-থ-১১-১৫১৩) মুখোমুখী সংঘর্ষে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাং পুঁটিবনিয়া ক্যাম্পের সি-ব্লকের আকবর আলীর ছেলে জাফর আলমসহ (৩৫) আরও ৫ জন আহত হয়।

জাফরকে হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। সোমবার (২৪ জুন) সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে তাকে। তার ৭ ছেলে-মেয়ে রয়েছে বলে প্রতিবেশীরা জানায়।

এর আগে গতকাল দূঘর্টনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে এবং দূঘর্টনা কবলিত গাড়ি জব্দ করে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি ও পরিদর্শক মোরশেদুল আলম চৌধুরী জানান, এই দূঘর্টনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। দূঘর্টনা কবলিত যানবাহন ২টি উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে গুরুতর আহত জাফর হাসপাতালে মারা যায়।

Exit mobile version