parbattanews

টেকনাফে সড়ক দুর্ঘটনায় দু’জন রোহিঙ্গার মৃত্যু

সড়ক দুর্ঘটনা

প্রতীকী ছবি

কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে কাভার্ডভ্যান ও টমটম গাড়ি’র সংঘর্ষে টমটম গাড়িতে থাকা দু’জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার (২০ জুন) সকাল ৮টার দিকে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেকনাফ উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের বাস্তচ্যুত মিয়ানমার নাগরিক মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কক্সবাজারগামী কাভার্ডভ্যান ( ঢাকা মেট্রো-ন ১৭-৭৭৫০) গাড়ির সাথে উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, একটি কাভার্ডভ্যানের সাথে টমটম গাড়ি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হয়ছে। আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি এবং এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

Exit mobile version