parbattanews

টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

yaba pic 6-5-16 (1) copy

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাত ৩টা ৪৫ মিনিটে টেকনাফের উত্তর নয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড় থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবর পেয়ে বিজিবি‘র সদস্যরা সেখানে যান। বিজিবি সদস্যদের দেখে পাচারকারীরা পালিয়ে গেলে নদীর কিনারে পড়ে থাকা একটি বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, ইয়াবাগুলো পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে সংরক্ষণ করা হয়েছে। এদিকে একই দিন ভোররাতে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Exit mobile version