parbattanews

টেকনাফে ৩লাখ ১০হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে নয় কোটি ত্রিশ লাখ টাকা মূল্যমানের ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর রাতে দমদমিয়া কেয়ারীঘাট এলাকা থেকে এ অভিযান চালানো হয়।

টেকনাফ-২‘র বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন জানান, হ্নীলা ইউনিয়নের জালিয়ারদ্বীপ এলাকা হতে ৩ জন পাচারকারী প্লাস্টিকের বস্তা নিয়ে নদীর তীরে উঠতে দেখে বিজিবি চ্যলেঞ্জ করলে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে দৌঁড়ে পাহাড়ের জঙ্গলের দিকে পালিয়ে যায়।

এসময় তাদের ফেলে যাওয়া ৩টি বস্তা উদ্ধার করে। পরে ওই বস্তার ভেতর থেকে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা জানান, পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা।

Exit mobile version